পূর্ব শত্রুতার জেরে ধুনটে বাড়ি-ঘরে হামলা, নারীসহ আহত দুই

মাসুদ রানা বাচ্চু, সিরাজগঞ্জ

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৪ পিএম


পূর্ব শত্রুতার জেরে ধুনটে বাড়ি-ঘরে হামলা, নারীসহ আহত দুই

ছবিঃ প্রতীকি

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ার ধুনট উপজেলার গজিয়াবাড়ী গ্রামে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের বাড়ি-ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। এ সময় নারীসহ দুই জনকে কুপিয়ে জখম করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে পূর্ব পরিকল্পিত ভাবে জেলার ধুনট উপজেলার গজিয়াবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ ও এলাকাবাসীরা জানান, দীর্ঘদিন ধরে গজিয়াবাড়ী  গ্রামের মাসুদ রানার পিতা সামছুল হকের সঙ্গে একই গ্রামের মৃত সন্তেশ আলীর ছেলে মো. ফজলার গংদের জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। তারই জের ধরে গত বৃহস্পতিবার দুপুরে সামছুল হকের পরিবারে লোকজন না থাকায় ফজলার গং এসে সামছুল হকের বাড়িতে এসে ঘর-বাড়ি ভাঙচুর করে।

খবর পেয়ে সামছুল হকের ছোট ছেলে আহসান হাবিব (২২) বাধা দিলে তাকে এলোপাতাড়ি মারপিট করে বৈদ্যুতিক খাম্বার সাথে বেঁধে শরীরে আঘাত করতে থাকে।

ছেলেকে বাঁচানোর জন্য মা মোছাঃ শেফালী খাতুন (৪৫) আগাইয়া আসলে তাকেও এলোপাতাড়ি মারপিট করে।  এদের ডাক চিৎকারে এলাকাবাসী ছুঁটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। খবর পেয়ে আহত আহসান হাবিবের বড় ভাই ঢাকা থেকে এসে ধুনট থানায় একটি অভিযোগ দাখিল করেন।

অভিযোগকারী মাসুদ রানা বলেন, আমরা তিন ভাই। দুই ভাই ঢাকায় থাকি। বাবা-মার বয়স হয়েছে। ছোট ভাইকে নিয়ে মা-বাবা থাকে। ফজলার গংদের সাথে দীর্ঘ দিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল। এলাকায় মেম্বার চেয়ারম্যান অনেক বৈঠক করেছেন মীমাংসার জন্য। কিন্তু কোন মীমাংসাই মানে না ফজলার গং।

তিনি বলেন, আমাদের বাড়িটি সিরাজগঞ্জ সদর উপজেলা ও বগুড়া ধুনট উপজেলার সীমান্তবর্তী ফাঁকা বাড়ি। লোকজন চলাফেরা কম। এই সুযোগে আমার ভাই ও মাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। আমার মায়ের মাথার চুল ছিঁড়ে ফেলেছে। শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত করে দিয়েছে। আমার ভাইকে লোহার রড দিয়ে মেরে রক্তাক্ত জখম করেছে।

তারা এগুলো করেও ক্ষান্ত হয়নি। যেকোন সময় আমাদের উপর আক্রমণ করবে। ভয়ে আমরা বাড়িতে যেতে পাড়ছি না। 

তিনি আরও বলেন, ধুনট থানার প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। এ ব্যাপারে ধুনট থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. মনিরুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা নিব।

Link copied