বড় চ্যালেঞ্জ ছিল বছরের প্রথম দিন বই উৎসব করতে পারাটা
প্রকাশিত: ১ জানুয়ারী ২০২৩, ০৩:০২ পিএম

ছবিঃ সংগৃহীত
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বড় চ্যালেঞ্জ ছিল বছরের প্রথম দিন বই উৎসব করতে পারাটা। একটা সমযয়ে বিদ্যুতের সমস্যা ছিল ও কাগজের সংকট ছিল, তারপরেও সকলের সমন্বিত প্রয়াসে এই কাজটা করতে পেরেছি।
এ বছর মাধ্যমিকের পাঠ্যপুস্তক উৎসব অনুষ্ঠিত হয়েছে গাজীপুরের কাপাসিয়া উপজেলার কাপাসিয়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ে। এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
উৎসবমুখর পরিবেশে বেলুন ও পায়রা উড়িয়ে বই উৎসবের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী।
সকাল থেকেই নতুন বইয়ের ঘ্রাণ নিতে দলে দলে শিক্ষার্থী আসতে শুরু করে বিদ্যালয় মাঠে। তাদের কোলাহল আর উদ্দীপনা অনুষ্ঠানস্থলে ভিন্ন মাত্রা যোগ করে।
বই বিতরণ নিয়ে একটি পরিসংখ্যান তুলে ধরেন দীপু মনি। তিনি বলেন, ২০১০ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত সরকার শিক্ষার্থীদের মধ্যে ৪৩৪ কোটি ৪৫ লাখ ৮০ হাজার ২১১টি বই বিনা মূল্যে বিতরণ করেছে। এটি পৃথিবীর যেকোনো জায়গার জন্য অচিন্তনীয় বিষয়। কিন্তু কাজটি বঙ্গবন্ধু–কন্যার নির্দেশনায় আমরা প্রতিবছর করে যাচ্ছি।