কুবিতে নবীন বরণ ও শ্রেণি কার্যক্রম শুরু

মারুফ শেখ, কুবি

প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২৩, ০৩:৪৭ পিএম


কুবিতে নবীন বরণ ও শ্রেণি কার্যক্রম শুরু

ছবিঃ একাত্তর পোস্ট

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

১৪৪ আসন ফাঁকা রেখেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২১-২২  শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছে। সোমবার (২৩ জানুয়ারি) সকাল থেকে বিশ্ববিদ্যালয়টির ১৯ টি বিভাগে ভর্তি হওয়া নবীনদের বরণ করার মাধ্যমে শ্রেণী কার্যক্রম শুরু হয়।

ভর্তি কমিটির ইউনিট ভিত্তিক আহ্বায়কদের সূত্রে জানা যায়, ৯ম মেধাতালিকার ভর্তি শেষে ‘এ’ ইউনিটে ৫৪ টি আসন, ‘বি’ ইউনিটে ৭৮টি আসন এবং ‘সি’ ইউনিটে ১২টি আসন সহ সর্বমোট ১৪৪ টি আসন ফাঁকা রয়েছে।

ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, প্রত্যেক বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা আলাদাভাবে ফুল, কলম, ফাইল ও বিশ্ববিদ্যালয় থেকে বুকলেট দিয়ে বরণ করে নিচ্ছেন নবীন শিক্ষার্থীদের।

এ সময় বিভাগের শিক্ষকরা নবাগত শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা এবং বিশ্ববিদ্যালয়ের সব নিয়ম-শৃঙ্খলা মেনে চলতে নির্দেশনা দেন।

বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিনের অনুভূতি জানতে চাইলে গণিত বিভাগের শিক্ষার্থী সাফায়েত ইসলাম বলেন, 'আজকে বিভাগের শিক্ষক, সিনিয়র ভাই ও আপুরা আমাদেরকে বরণ করে বিশ্ববিদ্যালয় নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। বিশ্ববিদ্যালয় থেকে আমাদের একটি করে বুকলেট দেয়া হয়েছে যা আমার কাছে খুবই ভালো লেগেছে।

এ বিষয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান কাজী এম. আনিসুল ইসলাম বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে নবীনদের অভিনন্দন। বিগত এক বছরে নতুন উদ্ভাবনের দিক থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় যেভাবে এগিয়েছে সেই পথযাত্রায় নবীন শিক্ষার্থীরা নতুন বিষয়ে সংযোজন ঘটিয়ে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাবে।

Link copied