কুবির মুক্তমঞ্চে স্বরস্বতী বন্দনা

মারুফ শেখ, কুবি

প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২৩, ০২:০২ পিএম


কুবির মুক্তমঞ্চে স্বরস্বতী বন্দনা

ছবিঃ একাত্তর পোস্ট

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ১১ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ (২৬ জানুয়ারি ২০২৩ খ্রিঃ) রোজ বৃহস্পতিবার কুবির মুক্তমঞ্চে স্বরস্বতী পূজার আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকাল থেকেই বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীরা দিনটি উৎযাপন করে।

শিক্ষার্থীদের পাশাপাশি এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক দুলাল চন্দ্র নন্দী, একাউন্টটিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের বিভাগীয় প্রধান ড. বিশ্বজিৎ চন্দ্র দেব সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এ নিয়ে পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক সুব্রত সরকার বলেন, “আমরা আড়ম্বরপূর্ণ ভাবে পূজা করলেও আমাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে। যেমন এই পূজার জন্য অর্থের প্রয়োজন দেড় থেকে দুই লক্ষ টাকা কিন্তু প্রশাসন আমাদের দিয়েছে মাত্র পয়ত্রিশ হাজার টাকা। সুতরাং এখানে আমাদের বড় অর্থ ঘাটতি রয়েছে।

তাছাড়া সনাতন ধর্মাবলম্বীদের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মন্দির বা আলাদা কোনো কক্ষ না থাকার কথাটিও তুলে ধরেন তিনি। এ নিয়ে তিনি বলেন, “আমরা প্রশাসনের কাছে আবেদন করেছি মন্দির এবং একটি কক্ষের ব্যবস্থা করতে; যেন আমরা আমাদের প্রার্থনা এবং ধর্মীয় কাজগুলো সুষ্ঠু ভাবে করতে পারি। কিন্তু প্রশাসন আমাদের শুধু আশ্বাসই দিয়ে গেছে। প্রশাসন যদি আমাদের দাবিগুলো মেনে নেয় আমরা খুবই উপকৃত হবো।

উল্লেখ্য,  বৃহস্পতিবার সকাল ৬.৩০ টায় প্রতিমা আনয়ন ও সংস্থাপন করা হয়। ৯ টায় দেবীর বন্দনা শুরু হয় এবং ১০.৩০ টায় দেবীর চরণে পুষ্পাঞ্জলী অর্পণ করা হয়। দুপুর ১ টায় প্রসাদ বিতরণের মাধ্যমে পূজার সমাপ্তি হয়।

Link copied