কুবিতে স্নাতক ২১-২২ সেশনের ক্লাস শুরু ২৩ জানুয়ারি

মারুফ শেখ, কুবি

প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০২৩, ১১:৫২ এএম


কুবিতে স্নাতক ২১-২২ সেশনের ক্লাস শুরু ২৩ জানুয়ারি

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) স্নাতক প্রথম বর্ষের ২০২১-২২ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে ২৩ জানুয়ারি। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরী।

ভর্তির ব্যাপারে রেজিস্ট্রার মো. আমিরুল হক চৌধুরী বলেন,কতগুলো আসন পূর্ণ হয়নি সে ব্যাপারে নিশ্চিত নন রেজিস্ট্রার আমিরুল হক চৌধুরী।

তিনি আরও জানান, এখনও ভর্তি কার্যক্রম পুরো শেষ হয়নি। ফলে ফাঁকা আসনের বিষয়ে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। আমরা ২৩ জানুয়ারি থেকে স্নাতক প্রথম বর্ষের পাঠদান শুরু করব।

উল্লেখ্য, চলতি বছরের ১ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের পাঠদান শুরুর নির্দেশ দিয়েছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। আসন পূর্ণ না হওয়ায় নির্দিষ্ট সময়ে পাঠদান শুরু করতে পারেনি কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

অষ্টম মেধাতালিকার ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পরও ১৯৮টি আসন ফাঁকা থাকায় ১৪ জানুয়ারি গণবিজ্ঞপ্তি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তির শেষ দিন ঠিক করা হয় ১৯ জানুয়ারি বিকাল ৪টা পর্যন্ত।

Link copied