গুগল সার্চ ইঞ্জিনে কৃত্রিম বুদ্ধিমত্তা
প্রকাশিত: ১১ মে ২০২৩, ১২:২৪ পিএম

ছবিঃ সংগৃহীত
গুগল আস্তে আস্তে কৃত্রিম বুদ্ধিমত্তার দিকে এগিয়ে যাচ্ছে। তবে এখনো গুগলের সার্চ ইঞ্জিনে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা বা চ্যাটবটের ব্যবহার দেখতে পাইনি।
গুগল অবশ্য বার্ড নিয়ে নানা কাজ করছে এবং তারা আপাতত চ্যাটজিপিটির মতো মেসেজিং স্টাইলের হোমপেজ বানানোর কাজ না করে কৃত্রিম বুদ্ধিমত্তাকে ভিন্নভাবে ব্যবহারের চেষ্টা করছে।
গুগল মূলত এআই স্ন্যাপশট চালু করছে। সবগুলোই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের মাধ্যমে করা সম্ভব হবে। আর এইভাবে ওপেন সোর্স থেকে সহজে অনেক তথ্য পাওয়া যাবে। গুগলের নতুন সার্চ রেজাল্ট পেজের মধ্যে একাধিক নতুন ফিচার যুক্ত করা হয়েছে। পেজে রঙের ব্যবহার করে আকর্ষণীয় করা হয়েছে।
তাছাড়া গুগল লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের ব্যবহারে কোনো কার্পণ্য করেনি। তারা পালএমটু এবং মাল্টিটাস্ক ইউনিফাইড মডেলের মত অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করায় ব্যবহারকারীদের অভিজ্ঞতা বাড়িয়ে দেবে।
কোনোকিছু সার্চ করলে এখন দ্রুত তার ফলাফল পাওয়া যাবে। একটি ছোট সারমর্মের পাশাপাশি বিস্তারিত অনেক তথ্য পাওয়া যাবে। এমনকি আরও নতুন কিছু অপশন যুক্ত হবে যা ব্যবহারকারীকে কম সময়ে অনেক তথ্য পেতে সাহায্য করবে।
তবে এই ফিচারের ক্ষেত্রে সমস্যা হলো আপনাকে এআই স্ন্যাপশট সুবিধা ব্যবহারের জন্য সার্চ জেনারেটিভ এক্সপেরিয়েন্স নামে একটি ফিচার চালু করতে হবে।
আর সব কিছু সার্চ দিলেই উত্তর ভালো পাওয়া যাবে এমন না। স্বাস্থ্য বা অর্থায়ন বিষয়ক সার্চে ভালো উত্তর পাওয়ার আশা করা কঠিন। আপাতত এটি একটি পরীক্ষামূলক কাজ। সামনে যখন ভালোভাবে এটি চালু হবে তখন হয়তো সুবিধাগুলো পাব।