১২ হাজার কর্মী ছাঁটাই করবে গুগল

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২৩, ০৯:০৪ এএম


১২ হাজার কর্মী ছাঁটাই করবে গুগল

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফেসবুক, অ্যামাজন, টুইটার  ও মাইক্রোসফটের পর এবার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট। তারা ১২ হাজার কর্মীকে ছাঁটাই করবে। মূলত অর্থনৈতিক কারণেই এমনটা করতে যাচ্ছে তারা। খবর রয়টার্সের।

প্রতিবেদনে লন্ডন ভিত্তিক সংবাদ সংস্থাটি জানায়, নতুন এক অর্থনৈতিক বাস্তবতার মুখোমুখি হয়ে ১২ হাজার কর্মীকে ছাঁটাইয়ের কথা জানিয়েছে গুগলের মূল কোম্পানি  অ্যালফাবেট। এই ১২ হাজার তাদের মোট কর্মীর ছয় শতাংশ।

কর্মীদের দেওয়া এক মেমোতে অ্যালফাবেট কর্তৃপক্ষ জানায়, কৃত্রিম বুদ্ধিমত্তা ও পরীক্ষামূলক প্রকল্পগুলো কর্মীদের কুক্ষিগত করে তুলছে। এ জন্যই ছাঁটাই করা হবে। ইতোমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্মীদের ছাঁটাই সংক্রান্ত ইমেল পাঠানো হয়েছে।

ছাঁটাইয়ের গোটা দায়ভার নিজের কাঁধে তুলেছেন ২০১৯ সাল থেকে অ্যালফাবেটের দায়িত্বে থাকা এর সিইও সুন্দর পিচাই। তিনি বলেছেন, কোম্পানিটি গত দুই বছরে নাটকীয় প্রবৃদ্ধি দেখেছে এবং নতুন কর্মচারী নিয়োগ করেছে।

তবে নতুন অর্থনৈতিক বাস্তবতার মুখোমুখি হয়েছি আমরা। এর জন্যই আমরা আজকের অবস্থানে এসে এখানে দাঁড়িয়েছে। কর্মীদের ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, ‘আপনারা নিজেদের জায়গা থেকে কঠোর পরিশ্রম করেছেন। আপনাদের অবদান অমূল্য।

আমাদের এই পদক্ষেপ নিতে বেশ কষ্ট হয়েছে। আমরা আমাদের কর্মীদের সমর্থন করে যাবো যতদিন না তারা পরবর্তী সুযোগ না পাবে।

এদিকে রয়টার্স বলছে, ২০২০-২১ সালে ক্যালিফোর্নিয়া বেসড অ্যালফাবেটের শেয়ারের মূল্য এক তৃতীয়াংশ বেড়েছিল। শুক্রবারও কোম্পানিটির শেয়ার বেড়েছে চার শতাংশ। তবে গত ১২ মাসে শেয়ারের মূল্য কমেছে ৩০ শতাংশ। বর্তমানে কোম্পানিটি একটি মন্দার সামনে দাঁড়িয়ে রয়েছে।

Link copied