গুগলের ২৫০ কোটি ব্যবহারকারীর তথ্য ফাঁস

সুশোভন সিংহ, কলকাতা

প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০২৩, ০৬:২৭ এএম


গুগলের ২৫০ কোটি ব্যবহারকারীর তথ্য ফাঁস

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য খারাপ খবর। মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থা গুগলের ব্রাউজার থেকে তথ্য চুরি যাওয়ার বড় ত্রুটি খুঁজে পেল সাইবার নিরাপত্তা সংস্থা 'ইমপার্ভারেড’।

এর ফলে ২৫০ কোটিরও বেশি ব্যবহারকারীর তথ্য সঙ্কটে। ব্রাউজার কী করে কম্পিউটারের ফাইল সিস্টেমের সঙ্গে তথ্য আদানপ্রদান করে, সে নিয়ে গবেষণার সময়ই ত্রুটির বিষয়টি ধরা পড়ে।

শুধু ক্রোম নয়, ক্রোমিয়াম নির্ভর অর্থাৎ ওপেন সোর্স ব্রাউজারেও একই সমস্যা দেখা গিয়েছে। ইমপার্ভা রেড ওই প্রযুক্তিগত সমস্যাটির নাম দিয়েছে সিভিই-২০২২-৩৬৫৬’।

তাদের মতে, এই ত্রুটির জন্য ক্লাউড পরিষেবা প্রদানকারী সংস্থার লগ ইন আইডি, ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটের তথ্য বেহাত হয়ে যেতে পারে।

এজন্য সাইবার সুরক্ষা প্রদানকারী সংস্থাটি গুগলকে দ্রুত সমস্যার সমাধান করার আবেদনজানিয়েছে। তা না হলে প্রতারকরা তার সুযোগ নিয়ে আম জনতার গুরুত্বপূর্ণ নথি হাতিয়ে নিতে পারে।

Link copied