শিগগিরই কল-মেসেজ চালু করছে টুইটার

ডেক্স রিপোর্ট

প্রকাশিত: ১০ মে ২০২৩, ০৯:৫৮ এএম


শিগগিরই কল-মেসেজ চালু করছে টুইটার

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টুইটারে কল ও মেসেজিংসহ নানা সুযোগ-সুবিধা শিগগিরই যুক্তর কথা জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মটির প্রধান নির্বাহী ইলন মাস্ক।

মঙ্গলবার (৯ মে) এ বিষয়ে তিনি বিশদ বিবরণ দিয়েছেন। রয়টার্স

গত বছর মাস্ক 'টুইটার ২.০ দ্য এভরিথিং অ্যাপ'-এর পরিকল্পনার কথা জানিয়েছিলেন। যেখানে থাকবে এনক্রিপ্টেড ডাইরেক্ট মেসেজ (ডিএম), লংফর্ম টুইট এবং পেমেন্টের মতো ফিচার।

মঙ্গলবার এক টুইটবার্তায় ইলন মাস্ক জানান, খুব শিগগিরই টুইটার থেকে প্ল্যাটফর্মটির যে কারও কাছে ভয়েস এবং ভিডিও চ্যাট করতে পারবেন ব্যবহারকারীরা।

আপনি আপনার ফোন নম্বর না দিয়েই বিশ্বের যে কোন স্থানের মানুষের সঙ্গে কথা বলতে পারেন। সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন ফেসবুক এবং ইনস্টাগ্রামে অনুরূপ বৈশিষ্ট্য রয়েছে।

মাস্ক বলেন, এনক্রিপ্টেড ডাইরেক্ট মেসেজের একটি সংস্করণ বুধবার থেকে টুইটারে পাওয়া যাবে।

চলতি সপ্তাহে টুইটার জানিয়েছে, তারা কয়েক বছর ধরে নিষ্ক্রিয় থাকা অ্যাকাউন্টগুলো সরিয়ে এবং সংরক্ষণের মাধ্যমে 'শুদ্ধি প্রক্রিয়া' শুরু করবে।

Link copied