টুইটারের সিইও পদ ছাড়ার ঘোষণা ইলন মাস্কের
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২২, ০৬:১২ এএম

ছবিঃ সংগৃহীত
অবশেষে প্রতিশ্রুতি অনুযায়ী টুইটারের প্রধান নির্বাহীর (সিইও) পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ইলন মাস্ক। নিজের বিকল্প কাউকে খুঁজে পাওয়ার পরই পদত্যাগ করবেন তিনি।
স্থানীয় সময় মঙ্গলবার (২০ ডিসেম্বর) এ পদত্যাগের ঘোষণা দেন তিনি।
এক টুইট বার্তায় ইলন মাস্ক বলেছেন, ‘আমি টুইটারের প্রধান নির্বাহীর পদ থেকে পদত্যাগ করবো।
তবে আমি এমনটা করবো এমন সময়ে যখন কি না এই পদ নিতে আগ্রহী এক বোকাকে পাবো। এরপরে, আমি কেবল সফটওয়্যার ও সার্ভার দলের নিয়ন্ত্রণ রাখবো। ’
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ইলেকট্রনিক গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক টুইটার কেনার পর গত অক্টোবর সেটির প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করার কথা জানান।
ইলন মাস্ক রকেট কোম্পানি স্পেসএক্স, ব্রেন-চিপ স্টার্টআপ নিউরালিংক এবং টানেলিং ফার্ম দ্য বোরিং কোম্পানিও পরিচালনা করেন।