ফের টুইটার ব্যবহারে বিভ্রাট
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২২, ০৬:৩৬ এএম

ছবিঃ প্রতীকী
ইলন মাস্কের মালিকানাধীন সোশ্যাল প্ল্যাটফর্ম টুইটারে ফের বিভ্রাট দেখা দিয়েছে। অনেক ব্যবহারকারী সাইটটিতে ঢুকতে পারছে না বলে অভিযোগ করেছে। খবর আল-জাজিরার।
প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটি জানায়, বুধবার গভীর রাত থেকে মাইক্রোব্লগিং সাইটে প্রবেশ করতে যেয়ে ব্যর্থ হয়েছে এর ব্যবহারকারীরা।
ঢোকার চেষ্টাকালে তাদের একটি ত্রুটি বার্তা দিয়ে স্বাগত জানানো হয়েছিল। বেশ কয়েকটি দেশে এই সমস্যা দেখা দিয়েছে।
অনলাইনে বিভিন্ন পরিষেবা ব্যাহত হওয়ার ওপর নজরদারি করা সংস্থা ডাউন ডিটেক্টর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত ৮ হাজার ৭০০ এর বেশি ব্যবহারকারী টুইটারে ঢুকতে পারছে না বলে অভিযোগ করেছে। এক টুইট বার্তায় ডাউন ডিটেক্টর কর্তৃপক্ষ বলছে, বৃহস্পতিবার ৭টা ১৩ মিনিট থেকে টুইটারে এই সমস্যা দেখা দিয়েছে।
ইলন মাস্ক কোম্পানির সিইও হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে তৃতীয়বারের মতো টুইটারে বিভ্রাট দেখা দিয়েছে। বুধবার রাতে টুইটারের বিভ্রাট নিয়ে তিনি বলেছেন, ‘সাইটটিতে আমি ঢুকতে পারছি। তবে যারা ঢুকতে পারছে না সে জন্য কাজ করা হচ্ছে।