নির্বাচন যে সুষ্ঠু হবে তা দেশের মানুষ জানে: পরিকল্পনামন্ত্রী
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৮ এএম

ছবিঃ সংগৃহীত
দ্বাদশ সংসদ নির্বাচনে সুষ্ঠু হবে জানিয়ে এম এ মান্নান বলেন, আগামী জাতীয় নির্বাচন যে সুষ্ঠু হবে তা দেশের মানুষ জানে। কেউ নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
দেশের ব্যাংক খাত নিয়ে মন্ত্রী বলেন, ব্যাংক থেকে ঋণ নিয়ে যারা পরিশোধ করছেন না, তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। সরকার এর জন্য স্পেশাল কোনো আইন তৈরি করবে না।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, জাতীয় নির্বাচনে জামায়াত অংশ নিতে পারবে কি না, সেটা নির্বাচন কমিশন দেখবে। তাদের ব্যাপারে ইসি যে সিদ্ধান্ত দেবে আমরা মেনে নেব।
শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার আব্দুল মজিদ কলেজের (৫ তলা) প্রশাসনিক কাম মাল্টিপারপাসের উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেন, নির্বাচনকে সামনে রেখে ঋণ খেলাফি হলে দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয় হবে। দেশে ঋণ খেলাপির আইন আছে। যারা ঋণ খেলাপির সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ।
মন্ত্রী আরও বলেন, ঋণ আদায় করার আইনগত ব্যবস্থা দেশে আছে। তার জন্য আলাদা কোন আইন তৈরি করা যাবে না। সরকার ঋণ খেলাপির সাথে জড়িতদের জন্য স্পেশাল কোন ব্যবস্থা গ্রহণ করতে পারবে না।