আমিও একজন গানের শ্রমিক, মে দিবসে এমপি মমতাজ

মোঃ সাইফুল ইসলাম তানভীর, সিংগাইর(মানিকগঞ্জ)

প্রকাশিত: ১ মে ২০২৩, ০৬:১১ পিএম


আমিও একজন গানের শ্রমিক, মে দিবসে এমপি মমতাজ

ছবিঃ একাত্তর পোস্ট

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মানিকগঞ্জের সিংগাইরে দুইটি সংগঠনের ব্যানারে পালিত হয়েছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে সোমবার সংগঠন দু‘টি দিনব্যাপী পৃথক কর্মসূচী পালন করে।

সকাল সাড়ে ১১ টার দিকে সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে মাঠে স্থানীয় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন আয়োজিত মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেন, আপনারা শারীরিক শ্রম দিয়ে থাকেন, সে জন্য  নির্মাণ শ্রমিক। আমাকে আল্লাহ ভালো কন্ঠ দিয়েছেন, সে কণ্ঠ দিয়ে আমি গান করি। সেজন্য আমিও একজন গানের শ্রমিক। গান করেই মানুষের মনকে ভালো রাখি।

তিনি আরো বলেন, আপনারা অনেকে মনে করেন আমাকে সরকারের আরো ভালো পদ দেয়া উচিত। আমি ইচ্ছে করেও সে পদ নিতে চাই না। কারণ আমার গানের ক্ষতি হতে পারে। গানের পারিশ্রামিক দিয়ে আমি রাজনীতি আর আপনাদের সেবা করি।

মমতাজ বেগম আরো বলেন, অনেকে আমার সাথে টাকা খরচ করে রাজনীতির মাঠে পাল্লা দিয়ে পরিচিত হতে এসেছেন। আপনাদের দোয়ায় আমার কোনো জায়গায় যেতে কার্ড লাগে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে আমাকে বলেছেন, মমতাজ তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। তার কাছ থেকে কিছু চাওয়ার সাথে সাথেই পেয়ে যাই।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামীলীগকে আবারো ক্ষমতায় আনার আহবান জানান তিনি। সরকারি বরাদ্দ থেকে ২ লাখ টাকা নির্মাণ শ্রমিক ইউনিয়নকে দেয়ার ঘোষণা দেন সংসদ সদস্য মমতাজ বেগম। সভায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন-মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো. রমজান আলী, সিংগাইর পৌরসভার মেয়র আবু নাঈম মো. বাশার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শহিদুর রহমান শহিদ , থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম, জেলা মহিলালীগের সাধারণ সম্পাদক মোসা. আনোয়ারা খাতুন ও অ্যাড. জাহিদ খান উজ্জল প্রমুখ।

এদিকে, মে দিবস উপলক্ষে সিংগাইর শ্রমিক কল্যাণ সমিতি আয়োজিত র‍্যালি , আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে। সকাল ১০ টা থেকে সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সংসদ সদস্য মমতাজ বেগমের পৃথক আরেকটি অনুষ্ঠান শুরু হওয়ায় পুলিশের আপত্তিতে কিছুক্ষণ অনুষ্ঠানটি বন্ধ থাকার পর দুপুরে বর্ণাঢ্য রালি বের হয়। র‍্যালিটি পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মো. নূরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন মানিকগঞ্জ-২ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী দেওয়ান জাহিদ আহমেদ টুলু। প্রধান অতিথি‘র বক্তব্যে শিল্পপতি টুলু অসচ্ছল শ্রমিকদের ১০টি ঘর নির্মাণ ও অসহায় শিক্ষার্থীদের আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেন তিনি। সেই সাথে জনৈক অহিদ মন্ডলের ভ্যান চুরি হওয়ায় তাকে নগদ ১০ হাজার টাকা প্রদান করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের যুগ্নসাধারণ সম্পাদক মো. সায়েদুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো, সাঈদুর রহমান সাঈদ, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. রমিজ উদ্দিন, পৌরসভার প্যানেল মেয়র সমেজ উদ্দিন,  কাউন্সিলর মো. সামসুল ইসলাম ও কামাল হোসেন প্রমুখ।

Link copied