বাজেট তৈরি হয়, বেকারদের লাভ হয় না

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৮ জানুয়ারী ২০২৩, ০১:০৮ পিএম


বাজেট তৈরি হয়, বেকারদের লাভ হয় না

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেছেন, বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য কেউ কোনো দাবি তোলে না। মুক্তিযুদ্ধের বাংলাদেশকে আবার ষড়যন্ত্র করে কিছু রাজনৈতিক দল রাজপথে সক্রিয় হওয়ার চেষ্টা করছে।

অবিলম্বে সরকারি সকল শূণ্যপদে নিয়োগের দাবিতে রোববার বিকেলে জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশ যুব মৈত্রী আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।  

তিনি আরও বলেন, নির্বাচনী ইশতেহারে বলা হয়েছিল প্রতি পরিবারে কাজের ব্যবস্থা করা হবে কিন্তু তা এখনও বাস্তবায়ন করা হয়নি।

দুর্নীতির কোটি কোটি যে টাকা পাচার হয়েছে তা ফিরিয়ে এনে বেকার ভাতা দেওয়ার দাবি জানিয়ে ওয়ার্কার্স পার্টির সিনিয়র এ নেতা বলেন, দেশে প্রায় ৪ লাখ বেকার রয়েছে; তাদের যথাযথ ব্যবস্থা নিতে হবে।

বাজেট তৈরি হয় কিন্তু বেকার যুবকদের কোনো লাভ হয় না। বিজ্ঞপ্তি দেওয়া থেকে শুরু করে নিয়োগ দেওয়া পর্যন্ত অনেক সময় চলে যায়। এতে হতাশাগ্রস্ত হয় বেকার যুবকরা। এই বেকারত্ব দূর করতে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

নিয়োগ বাণিজ্য, দুর্নীতি না করে তরুণদের কাজের সুযোগ করে দেওয়ার দাবি জানান তিনি।

Link copied