জিনিসপত্রের দাম কিছুটা কমেছেঃ পরিকল্পনামন্ত্রী
প্রকাশিত: ৩০ অগাস্ট ২০২৩, ১০:০৫ এএম

ছবিঃ সংগৃহীত
পরিকল্পনামন্ত্রী এম.এ. মান্নান বলেন, নাশকতা-সন্ত্রাসী কার্যক্রম দেশের নির্বাচনে প্রভাব পড়ার একমাত্র কারণ। পথে-ঘাটে, অফিস- আদালতে রেললাইনে যদি আক্রমণ করা হয় তাহলে অবশ্যই নির্বাচনে ক্ষতি হবে। নির্বাচনে প্রভাব পড়ার একটাই কারণ দেশের ভেতরের সন্ত্রাসী হামলা।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতির বিষয়ে তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে রাখা প্রয়োজন। জিনিসপত্রের দাম কিছুটা কমেছে। চালের দাম কম আছে তেলের দাম স্থিতিশীল রয়েছে। পেঁয়াজের দাম বেড়েছে। সরকার পেঁয়াজ দেশে আনতে শুরু করেছে আর দাম বাড়তে পারবে না। আগের চেয়ে বাজারের জিনিসপত্রের দাম কিছুটা কম আছে। দাম আরও কমে আসবে কারণ সরকার কাজ করে যাচ্ছে।
বুধবার (৩০ আগস্ট) সকালে শান্তিগঞ্জ উপজেলা কার্প হ্যাচারি পরিদর্শন ও মাছের পোনা বিতরণকালে এসব কথা বলেন মন্ত্রী।
নিত্যপণ্যের দাম কমাতে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
পরিকল্পনামন্ত্রী বলেন, জাতীয় নির্বাচনে দেশের আয় বাড়ে। প্রার্থীরা টাকা খরচ করে, বেঁচা-কেনাও বাড়ে। তবে জাতীয় নির্বাচনে আন্দোলনের নামে দেশে নাশকতা, অগ্নিকাণ্ড, সরকারি অফিস আদালতে হামলা, সড়ক পথে আক্রমণ করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয় এতে দেশের মানুষের ক্ষতি হবে। দেশে অর্থনৈতিক প্রভাব পড়বে।