বেঁধে দেওয়া দাম কার্যকর হয়নি স্বীকার করলেন বাণিজ্যমন্ত্রী
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৮ এএম

ছবিঃ সংগৃহীত
ডিম, আলু, পেয়াঁজসহ অন্যান্য নিত্যপণ্যের বেঁধে দেয়া দাম বাজারে কার্যকর করতে না পারার কথা স্বীকার করলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তবে বেঁধে দেয়া দাম কার্যকরে বাজারে অ্যাকশন শুরু হয়েছে বলে জানান তিনি।
বুধবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ-ভারতের মধ্যে বৈদেশিক বাণিজ্যে রুপিতে লেনদেন নিয়ে রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
ডিম আমাদানির সিদ্ধান্ত নিতে দেরি হওয়ার বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ডিম আমদানির সিদ্ধান্ত নিতে দেরি হওয়ার পেছনের কারণ হলো, প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মতামত দিতে দেরি হয়েছে।
মন্ত্রী জানান, বাজার তদারকি জোরদার করা হচ্ছে দাম নিয়ন্ত্রণে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিত্যপণ্যের বাজারের বিষয়ে তিনি বলেন, নিত্যপণ্যের বেঁধে দেয়া দাম কার্যকরে বাজারে অ্যাকশন শুরু হয়েছে। বাজার নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চলছে।
ক্রেতাদের বক্তব্য, আগেও কয়েক দফায় ভোজ্যতেল ও চিনির দাম বেঁধে দিয়ে তা কার্যকর করতে পারেনি সরকার। তাই পেঁয়াজ, আলু ও ডিমের ক্ষেত্রে যে এটা কার্যকর হবে, সে ব্যাপারে খুব একটা আশবাদী হতে পারছেন না তারা।
বেশিরভাগ দোকানি ও ব্যবসায়ীদের ভাষ্য, নিত্যপ্রয়োজনীয় এই ৩টি কৃষিপণ্যের বেঁধে দেওয়া দামের বিষয়ে তারা অবগত আছেন। কিন্তু আগের দামেই যেহেতু তাদের পণ্য কিনতে হচ্ছে, তাই তারা সরকার নির্ধারিত দামে তা বিক্রি করতে পারছেন না।