ভিসা নীতির প্রভাব বাংলাদেশের ব্যবসায় পড়বে না: সালমান এফ রহমান

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫১ এএম


ভিসা নীতির প্রভাব বাংলাদেশের ব্যবসায় পড়বে না: সালমান এফ রহমান

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মার্কিন ভিসা নীতির প্রভাব বাংলাদেশের ব্যবসায় পড়বে না বলে মনে করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

তিনি বলেন, বাংলাদেশের নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক না পাঠালেও কিছু যায় আসে না।

শনিবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে  নগর ও স্থানীয় পরিকল্পনা বিষয়ক তিন দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনের প্রথম দিনে তিনি এ কথা বলেন।  

ইউরোপীয় ইউনিয়ন যদি পর্যবেক্ষক না পাঠায় তাহলে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‌‌‌‌‌‌‌‘মোটেও না। পর্যবেক্ষক পাঠাবে কিনা, সেটা তো তাদের ব্যাপার। আমার ইলেকশন আমি সংবিধান অনুযায়ী করবো।’

উল্লেখ্য, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জাতীয় নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে গত ২৪ মে বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র। তাতে বলা হয়, বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনপ্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত বাংলাদেশিদের ভিসা দেবে না দেশটি।

এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে শুক্রবার থেকে পদক্ষেপ নেওয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র।

Link copied