দুই একদিনের মধ্যেই দাম নিয়ন্ত্রণে আসবে: বাণিজ্য সচিব
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৯ এএম

ছবিঃ সংগৃহীত
বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বলেছেন, চারটি কোম্পানিকে এক কোটি করে মোট চার কোটি ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছে। ভোক্তাদের কথা বিবেচনায় নিয়ে আমরা এ অনুমতি দিয়েছি।
তিনি আরও বলেন, আমাদের প্রতিদিন প্রায় চার কোটি ডিম প্রয়োজন হয়। সেই হিসেবে আমরা মাত্র একদিনের ডিম আমদানির অনুমতি দিয়েছি। বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজন হলে আমরা আরও বেশি ডিম আমদানির অনুমতি দেব।
সোমবার (১৮ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন সচিব।
ডিম, পেঁয়াজ ও আলুর যে দাম বেধে দেয়া হয়েছে সেটার প্রভাব বাজারে পড়তে একটু সময় লাগছে বলে জানালেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ।
তিনি জানান, দুই একদিনের মধ্যেই দাম নিয়ন্ত্রণে আসবে। বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং আরও বাড়ানো হচ্ছে।
মুক্ত বাজার অর্থনীতিতে বাজার নিয়ন্ত্রণ করা কঠিন উল্লেখ করে সচিব বলেন, তাই বাজারে পণ্য থাকলেও দাম বেড়ে যায় কখনও। সেটা নিয়ন্ত্রণ করতেই আইন অনুযায়ী আমদানি করা যায়।
তিনি বলেন, আমরা প্রতিনিয়ত বাজার পর্যবেক্ষণ করছি। আমরা দেশীয় উৎপাদিত ডিমকে অগ্রাধিকার দিতে চাই। তবে এই সুযোগ নিয়ে ডিমের অতিরিক্ত দাম নেওয়াটা যৌক্তিক নয়।