মোখা'র বিদায়, হাতিয়ার আকাশে রোদ-মেঘের খেলা
প্রকাশিত: ১৫ মে ২০২৩, ০৮:৪৬ এএম

ছবিঃ একাত্তর পোস্ট
বঙ্গোপোসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় 'মোখা'র প্রভাবে গত চারদিন নোয়াখালীর হাতিয়া এলাকায় আকাশ গুমোটে অবস্থায় ছিল। ভ্যাপসা গরমে জনজীবন কেটেছে চরম অস্বস্তিতে।
অবশেষে গতকাল গুটি গুটি বৃষ্টি এবং হালকা বাতাসের মধ্য দিয়ে কক্সবাজার-উত্তর মায়ানমার উপকূল বেয়ে মোখা'র বিদায় ঘটে।
গতকাল সন্ধ্যা থেকে আজ সোমবার (১৫ মে) সকাল অব্দি হাতিয়া নদীতীরবর্তী এলাকা সমূহ শান্ত ও স্বাভাবিক রয়েছে। তবে আকাশে ঝলমলে রোদ আবার কখনো মেঘের ঘনঘটা বিরাজ করছে।
এদিকে, নৌরুটে যাতায়াতের ব্যাপারে ঘাটের ফাহিম নামের এক দায়িত্বশীল ব্যক্তি জানান, বিপদ সংকেত না উঠায় এখনো যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক হয়নি। তবে আটকেপড়া মানুষগুলোকে পারাপারের জন্য দুই-তিনটা ট্রলার ছাড়ার ব্যবস্থা করেছি।
গত সন্ধ্যা এবং আজ সকালের জোয়ার পর্যবেক্ষণে জানা যায়, জোয়ারের গতিবেগ স্বাভাবিক ছিল। বৃষ্টির কোনো লক্ষণ নেই, গরম পুনরায় অনুভূত হচ্ছে।
আজ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিনয়ে বিপদ সংকেত নামিয়ে বলা হয়েছে, বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার সম্ভাবনা নেই এবং সন্ধ্যা ৬টা পর্যন্ত সকল মাছধরা নৌকা ও ট্রলারকে কাছাকাছি থেকে নিরাপদে চলাচল করতে বলা হয়েছে।