শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে হাতিয়ায় দোয়া অনুষ্ঠান

ছায়েদ আহমেদ, হাতিয়া (নোয়াখালী)

প্রকাশিত: ১৭ মে ২০২৩, ০২:১২ পিএম


শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে হাতিয়ায় দোয়া অনুষ্ঠান

ছবিঃ একাত্তর পোস্ট

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় মেয়ে, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ বুধবার (১৭ মে)। দীর্ঘ নির্বাসন শেষে ১৯৮১ সালের এই দিনে দেশের মাটিতে পা রাখেন তিনি।

এ উপলক্ষে নোয়াখালীর হাতিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

বুধবার বিকেল ৫ টায় উপজেলা শহরের জিরো পয়েন্টে অবস্থিত সংগঠনটির দলীয় কার্যালয়ে উক্ত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহিউদ্দিন মহিন, হাতিয়া পৌরসভা মেয়র কে এম ওবায়েদ উল্লাহ, জেলা যুবলীগের সদস্য জিল্লুর রহমান, হাতিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক সাজেদ উদ্দিন, শ্রমিক লীগের সভাপতি মো:আল আমিন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জাম এবং পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি-সম্পাদক সহ প্রমুখ।

দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা আব্দুর রহমান।

উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগস্টে তৎকালীন সেনাবাহিনীর একদল বিপদগামী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর সপরিবারকে হত্যার পর প্রথমবারের মতো মাতৃভূমিতে ফেরেন শেখ হাসিনা।

Link copied