না ফেরার দেশে চলে গেলেন চঞ্চল চৌধুরীর বাবা
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২২, ০৫:২৩ পিএম

ছবিঃ সংগৃহীত
বেশ কিছুদিন ধরে হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছিলেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী বাবা রাধা গোবিন্দ চৌধুরী। বয়স তার ৯০ ছুঁইছুঁই। সেরিব্র্যাল অ্যাটাক হয়েছিল তার। কোনো সাড়া দিচ্ছিলো না।
শেষ পর্যন্ত এলো খারাপ খবরটাই। জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর বাবা গোবিন্দ চৌধুরী মারা গেছেন।
আজ (মঙ্গলবার) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে গোবিন্দ চৌধুরী মারা গেছেন বলে ফেসবুকে একটি পোস্টে জানিয়েছেন অভিনেত্রী শাহনাজ খুশি।