সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে বাণিজ্য ঘাটতি ২৩ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৪ পিএম

ছবিঃ প্রতীকি
২০২২-২৩ অর্থবছরে সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে ২৩ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি রয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি ঘাটতি ভারতের সঙ্গে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) জাতীয় সংসদে ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমদের প্রশ্নের উত্তরে এ কথা জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সাড়ে ১৫ হাজার মিলিয়ন ডলার। এছাড়া ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ৭ হাজার মিলিয়ন ডলার। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভারতের সাথেই সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি রয়েছে বাংলাদেশের। সার্কভুক্ত দেশের সঙ্গে বাংলাদেশের মোট বাণিজ্য ঘাটতি ২৩ হাজার মিলিয়ন ডলার।
অন্যদিকে বাণিজ্য উদ্বৃত্ত আছে নেপাল, শ্রীলংকা ও মালদ্বীপের সঙ্গে। চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ১৫ হাজার ৪৮৮ দশমিক ৮৪ মিলিয়ন ডলার।
উল্লেখ্য, সার্কভুক্ত দেশগুলো হলো- বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান এবং আফগানিস্তান।