দেশে দ্রব্যমূল্য স্থিতিশীল রয়েছেঃ বাণিজ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫৫ পিএম


দেশে দ্রব্যমূল্য স্থিতিশীল রয়েছেঃ বাণিজ্যমন্ত্রী

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে জনগণের পকেট কাটার অভিযোগের মধ্যে দেশে দ্রব্যমূল্য স্থিতিশীল রয়েছে বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি জানিয়েছেন, সরকারের সময়োচিত ব্যবস্থা গ্রহণের ফলে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে। আগামীতেও যাতে বাজারে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয় সে লক্ষ্যে কার্যক্রম চলমান আছে বলে জানান তিনি।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। এদিন একাধিক সংসদ সদস্য দ্রব্যমূল্য নিয়ে মন্ত্রীকে প্রশ্ন করেন।

২০২২-২৩ অর্থবছরে সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে ২৩ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি রয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি ঘাটতি ভারতের সঙ্গে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) জাতীয় সংসদে ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমদের প্রশ্নের উত্তরে এ কথা জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সাড়ে ১৫ হাজার মিলিয়ন ডলার। এছাড়া ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ৭ হাজার মিলিয়ন ডলার। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভারতের সাথেই সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি রয়েছে বাংলাদেশের। সার্কভুক্ত দেশের সঙ্গে বাংলাদেশের মোট বাণিজ্য ঘাটতি ২৩ হাজার মিলিয়ন ডলার।

Link copied