অভিষেকে ৩ উইকেট শিকার করলেন খালেদ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩৭ পিএম


অভিষেকে ৩ উইকেট শিকার করলেন খালেদ

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজে দুই দলের প্রথম ম্যাচটি পন্ড হয় বৃষ্টিতে। আজ দ্বিতীয় ম্যাচে মিরপুরে টাইগারদের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টসে জিতে কিউই অধিনায়ক লকি ফার্গুসন ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। তবে ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি সফরকারীদের।

দুটি পরিবর্তন নিয়ে এদিন একাদশ সাজিয়েছিল লিটন দাসের দল। চোটের কারণে আগেই তানজিম সাকিবের খেলা নিয়ে শঙ্কা ছিল। তার পরিবর্তে প্রথমবারের মতো ওয়ানডে একাদশে জায়গা পেয়েছেন টেস্টের নিয়মিত মুখ খালেদ আহমেদ। আর অভিষেক ম্যাচটা তিনি তিন উইকেটের অর্জনে রাঙিয়ে রাখলেন।

এদিন অবশ্য বল হাতে কিছুটা খরুচে ছিলেন খালেদ। বাংলাদেশি বোলারদের মধ্যে তিনি সর্বোচ্চ ইকোনমিতে বল করেছেন। ৯.২ ওভার বল করে ৬০ রানে তিন উইকেট পেয়েছেন খালেদ।

সপ্তম ওভারে অ্যালেনকে তুলে নেন মোস্তাফিজ। বাঁহাতি এই পেসারের অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে স্লিপে থাকা সৌম্য সরকারের হাতে ক্যাচ দেন ১২ রান করে অ্যালেন।

পরের ওভারে বোলিংয়ে আসেন অভিষিক্ত খালেদ আহমেদ। নিজের প্রথম ওভারেই পান প্রথম উইকেটের দেখা পান ডানহাতি এই পেসার। তার শর্ট অফ লেংথের ডেলিভারিতে ফ্লিক করতে গিয়ে স্কয়ার লেগ তাওহীদ হৃদয়ের হাতে ক্যাচ দেন চ্যাড বাউস (১৪)। 

ম্যাচ শেষে প্রথম ম্যাচে তিন উইকেট পাওয়া নিয়ে অনুভূতি জানিয়েছেন এই টাইগার পেসার, ‘খুব ভালো লাগছে। আমি নার্ভাস ছিলাম, কিন্তু সবাই খুব সমর্থন করেছে। আমি লাইন লেংথ বজায় রেখে বোলিং করতে চেয়েছি। এরপর সেখানে উইকেট পাওয়ার অনুভূতি দারুণ।’

Link copied