এশিয়া কাপের ফাইনালে দুই দলের সম্ভাব্য একাদশ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪২ এএম


এশিয়া কাপের ফাইনালে দুই দলের সম্ভাব্য একাদশ

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এশিয়ান ক্রিকেটের রাজমুকুট জয়ের লড়াইয়ে আজ রোববার মুখোমুখি হবে টুর্নামেন্টের সবচেয়ে সফল দুই দল ভারত ও শ্রীলঙ্কা। কলম্বোর প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়।  

শুরু হবে বললেও কিন্তু আছে। কেননা, গোটা টুর্নামেন্টকে ধাওয়া করা বৃষ্টি শেষ মহারণেও বিঘ্ন সৃষ্টি করতে পারে।

দুই দলের শক্তিমত্তার দিকে তাকালে আছে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা লড়াইয়ের পূর্বাভাস। ভারত ও শ্রীলঙ্কা উভয় দলই বেশ দাপট ধরে রেখেছে আসরে। যেখানে ৫ ম্যাচের ৪টি জিতে উভয় দল উঠে এসেছে ফাইনালে। যা ভারতের ১০ম ও শ্রীলঙ্কার ১২তম এশিয়া কাপ ফাইনাল।

উভয় দল এর আগে শিরোপা জিতেছে একাধিবার। আসরের ইতিহাসে সর্বোচ্চ সাত শিরোপা ভারতের দখলে।

শ্রীলঙ্কা আছে এর পরেই, তারা শিরোপা জিতেছে ছয়বার৷ লঙ্কানদের সামনে সুযোগ আছে আজ জিতে ভারতকে ছুঁয়ে ফেলতে, তাদের রাজত্বে ভাগ নিতে।

দুই সংস্করণ মিলিয়ে সর্বোচ্চ সাতবার এশিয়া কাপ জেতা ভারতের সামনে আজ অষ্টম শিরোপার হাতছানি। আর দ্বিতীয় সর্বোচ্চ ছয়বারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকার সামনে ভারতের রেকর্ড ছোঁয়ার সুযোগ।

ফাইনাল ম্যাচের প্রতিপক্ষ দুই দলেই রয়েছে ইনজুরি সমস্যা। ম্যাচটির আগমুহূর্তে ছিটকে গেছেন অক্ষর প্যাটেল এবং মহেশ থিকশানা। তবে বিশ্রাম কাটিয়ে ফেরা বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ ও হার্দিক পান্ডিয়াদের দেখা মিলবে এদিন। এছাড়া লঙ্কানদের হয়ে দেখা যেতে পারে শেষ ম্যাচের একাদশই, কেবল থিকশানা বাদে।

ভারতের সম্ভাব্য একাদশ: শুভমান গিল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঈশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর/ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।

শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ভেল্লালাগে, প্রমোদ মাদুশান/দুশান হেমন্থ, কাসুন রাজিথা ও মাথিশা পাথিরানা।

Link copied