বিগ ব্যাশের ড্রাফটে রয়েছে তিন বাংলাদেশি ক্রিকেটার
প্রকাশিত: ২৮ অগাস্ট ২০২৩, ০২:২১ পিএম

ছবিঃ সংগৃহীত
বিগ ব্যাশের চলতি বছরের আসর শুরু হবে আগামী ৩ সেপ্টেম্বর। আসরকে সামনে রেখে ইতোমধ্যেই আনুষ্ঠানিকতা শুরু করেছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। তারই ধারাবাহিকতায় ২৯ দেশের ৩৭৬ জন ক্রিকেটার নিজেদের নাম জমা দিয়েছেন টুর্নামেন্টের ড্রাফটের জন্য।
একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশে খেলার অভিজ্ঞতা আছে শুধু সাকিব আল হাসানের। তবে আসন্ন বিগ ব্যাশের ড্রাফটে বাংলাদেশ থেকে নাম জমা দিয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ও তরুণ পেসার রিপন মন্ডল। আর মেয়েদের বিগ ব্যাশের ড্রাফটে নাম দিয়েছেন জাহানারা আলম।
গত আসরের ড্রাফটে রিপন ছাড়াও বাংলাদেশ থেকে ছিলেন আল-আমিন হোসেন ও শফিউল ইসলাম। তবে শেষ পর্যন্ত কারোরই খেলার সুযোগ হয়নি।
এখনো পর্যন্ত অস্ট্রেলিয়ার এ লিগে একমাত্র বাংলাদেশি হিসেবে খেলেছেন সাকিব আল হাসান। কিন্তু তিনিও ২০১৫ সালের পর থেকে এ লিগে খেলেননি। ২০১৪ সালে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে দুটি ম্যাচ খেলেছেন সাকিব। পরের মৌসুমে মেলবোর্ন রেনেগেডসের হয়ে আরও ৪টি ম্যাচ খেলেছিলেন।
আগামী কয়েক সপ্তাহের মধ্যেই অনুষ্ঠিত হবে বিগ ব্যাশ টি-টোয়েন্টি লিগের প্লেয়ার্স ড্রাফট। এ বছর ক্রিকেটারদের বেতনও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
প্লাটিনাম ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা ৪ লাখ ২০ হাজার অস্ট্রেলীয় ডলার আয় করতে পারবেন। পুরো অর্থটি তাঁরাই পাবেন যারা কিনা বিবিএলের পুরো আসর খেলবেন।