যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় ২ শিশু সন্তানসহ বাংলাদেশি নিহত
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৯ এএম

ছবিঃ সংগৃহীত
যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় দুই শিশু সন্তানসহ এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই প্রবাসীর স্ত্রী।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেলে দেশটির লেস্টার সিটির হিংলি এলাকায় প্রাইভেট কার এবং লরির সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। এতে জড়িত ছিল একটি সিলভার বিএমডব্লিউ গাড়ি এবং একটি এইচজিভি লরি।
নিহতদের মধ্যে রয়েছেন বাংলাদেশি আলমগীর হোসেন ওরফে সাজু (৩৬), তার ৯ বছর বয়সি ছেলে জাকির হোসেন ও ৪ বছর বয়সী মেয়ে মাইরা হোসেন।
নিহতদের পরিবার বার্মিংহাম শহরের নিকটবর্তী ওয়ালসালের প্লেক শেরিডান স্ট্রিটের বাসিন্দা। তাদের বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কল্যাণপুর গ্রামে।
জানা যায়, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কল্যাণপুর গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন সাজু দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যের বার্মিংহামের কাছের ওয়ালসালে পরিবার নিয়ে বসবাস করে আসছেন।
গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আলমগীরের স্ত্রী মারাত্মকভাবে আহত হয়েছেন। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। দুর্ঘটনায় তার গর্ভপাত হয়েছে।