৪০ তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ সাংবাদিক পুত্র
প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২২, ১০:২০ এএম

ছবিঃ একাত্তর পোস্ট
জয়পুরহাট পাঁচবিবি উপজেলায় মহীপুর হাজী মহসীন সরকারী কলেজে ৪০ তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে সাংবাদিক পুত্র মোঃ তাহিদুল ইসলাম তাহিদ প্রভাষক পদে যোগদান করেছেন।
তাহিদ জয়পুরহাট জেলার কালাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক করতোয়ার সাংবাদিক মোঃ আমিনুল ইসলামের বড় ছেলে।
রোববার(৪ ডিসেম্বর) বিকেলে এই যোগদান উপলক্ষ্যে শিক্ষক পরিষদের আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মহীপুর সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শুভাশীষ কুমার মন্ডলের সভাপতিত্বে বাংলা বিভাগের প্রভাষক রাজিবুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এই কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী সরকার
এসময় কলেজের অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধানসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।