সিরাজগঞ্জে পাবদা, শিং, মাগুর মাছ চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

মাসুদ রানা বাচ্চু, সিরাজগঞ্জ

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০১:১১ পিএম


সিরাজগঞ্জে পাবদা, শিং, মাগুর মাছ চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী বিভাগে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় পাবদা, শিং, মাগুর মাছ চাষ ব্যবস্থাপনা বিষয়ক ২ দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

সিনিয়র সদর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, সিরাজগঞ্জের বাস্তবায়নে শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ জেলা মৎস্য দপ্তরের সম্মেলন কক্ষে উক্ত প্রশিক্ষণের ১ম (উদ্বোধনী) দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন, মৎস্য অধিদপ্তর মৎস্য ভবন, ঢাকা এর উপ-পরিচালক (অর্থ ও পরিকল্পনা) মোঃ সাহেদ আলী।

উক্ত প্রশিক্ষণের সভাপতির সভাপতিত্ব করেন এবং চাষীদের প্রশিক্ষণ সংক্রান্ত সার্বিক ধারণা প্রদান করেন, সিরাজগঞ্জ জেলার সুযোগ্য জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহীনূর রহমান।

প্রশিক্ষণ ক্লাস পরিচালনা করেন, সিরাজগঞ্জ সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদরের সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন ও ক্ষেত্র মোঃ গোলাম রাব্বি। 

উক্ত প্রশিক্ষণের সমাপনী রোববার হবে। এ প্রশিক্ষণে সিরাজগঞ্জ সদর উপজেলার ২৫ জন মৎস্যচাষী প্রশিক্ষণে অংশগ্রহণ করে।

Link copied