বাটোয়ারা মামলা নিষ্পত্তি না হওয়ার পূর্বেই সলঙ্গায় বহুতল ভবন নির্মাণ
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৬ এএম

ছবিঃ সংগৃহীত
বাটোয়ারা মামলা নিষ্পত্তি না হওয়ার পূর্বেই সিরাজগঞ্জ রোড-বনপাড়া মহাসড়কের সলঙ্গায় চড়িয়া মধ্যপাড়ায় বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। বহুতল ভবন নির্মাণ করার ফলে বাটোয়ারা মামলার বাদী ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তথ্যানুসন্ধানে জানা যায়, সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার মৃত মোহাম্মদ আলীর স্ত্রী মোছা: রহিমা বেগম ওরফে রহিমন নেছা বাদী হয়ে মোকাম-যুগ্ম জেলা জজ ১ম আদালত, সিরাজগঞ্জ-এ ৩৯ জনকে বিবাদী করে একটি বাটোয়ারা মামলা দায়ের করেন।
বাটোয়ারা মোকদ্দমা নং-১৯৬/২০২০। মহামান্য আদালতে বাটোয়ারা মামলা নিষ্পত্তি না হওয়ার পূর্বেই বিবাদমান জমিতে বহুতল ভবন নির্মাণ কাজ চলমান হওয়ায় বাদী রহিমা বেগম ওরফে রহিমন নেছা প্রকৃত জমির দখল না পেয়ে ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
বাটোয়ারা মামলা সূত্রে জানা যায়, সিএস ৩৯৯ ও আরএস ৪৬৯ দাগে ৫০ শতক জমির মধ্যে ২৫ শতক জমি দাবি করে সলঙ্গা থানার মৃত মোহাম্মদ আলীর স্ত্রী মোছা: রহিমা বেগম ওরফে রহিমন নেছা বাদী হয়ে বাটোয়ারা মামলা করেন। বাটোয়ারা মামলার ৩৯নং বিবাদী মৃত গোলবার মল্লিক এর পুত্র মো: সোলাইমান হোসেন মল্লিক বাদী রহিমা বেগম ওরফে রহিমন নেছা এর ২৫ শতক জমির মধ্যে বহুতল ভবন নির্মাণ করতেছে।
বাদী রহিমা বেগম ওরফে রহিমন নেছা বিধবা হওয়ায় জমির ভোগদখল থেকে উচ্ছেদ করে লাঠির জোরে বিবাদী সোলাইমান হোসেন বহুতল ভবন নির্মাণ কাজ চলমান রেখেছে।
মহামান্য আদালতের নিকট সবিনয় প্রার্থনা করে বাদী রহিমা বেগম ওরফে রহিমন নেছা বলেন, বাটোয়ারা মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বহুতল ভবন নির্মাণ স্থগিত করা হোক। বহুতল ভবন নির্মাণ করার পরে মামলা নিষ্পত্তি হলে আমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হব।