দুমকীতে বীর মুক্তিযোদ্ধা'র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

রিয়াজুল ইসলাম, পটুয়াখালী

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩৫ পিএম


দুমকীতে বীর মুক্তিযোদ্ধা'র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাষ্ট্রীয় মর্যাদায় পটুয়াখালীর দুমকীতে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবাহান প্যাদা'র মরদেহ দাফন সম্পন্ন হয়েছে। 

উপজেলার দুমকী গ্রামের নিজ বাড়িতে রবিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে বার্ধ্যক্যজনিত কারণে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবাহান প্যাদা মারা যান।

আজ (১৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরানের নেতৃত্বে মরহুমের নামাজে জানাজায় রাষ্ট্রীয় মর্যাদায় বিউগল বাজিয়ে গার্ড অফ অনার জানান দুমকী থানা পুলিশের একটি চৌকস দল।

এ সময় উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ মৃধা, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ গোলাম মর্তুজা, শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আজাহার আলী মৃধা, লেবুখালী ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম তুহিন প্রমূখ।

এছাড়াও উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মুসলমান এ নামাজে অংশগ্রহণ করেন। 

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবাহান প্যাদা সরকারি জনতা কলেজের অবসরপ্রাপ্ত হিসাবরক্ষণ কর্মকর্তা ছিলেন। তিনি দুমকী উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অধ্যাপক মাইনুল ইসলামের বাবা। 

Link copied