অনলাইন জুয়া খেলে কোটি টাকা পাচার, এজেন্টসহ আটক ছয়
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:১৫ পিএম

ছবিঃ সংগৃহীত
সিরাজগঞ্জের কাজীপুরে অভিযান চালিয়ে অনলাইন জুয়ার এজেন্টসহ ছয়জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১২) সদস্যরা। র্যাবের ধারণা এসব জুয়ারি অনলাইন জুয়ার মাধ্যমে দেশ থেকে কোটি কোটি টাকা বিদেশে পাচার করছিলেন।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে এর দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১২ সদর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার বিএন মো. আবুল হাশেম সবুজ।
আটক কৃতরা হলেন, জেলার কাজীপুর উপজেলার গোদাগাড়ী গাড়াবেড় গ্রামের মৃত আশাদুল ইসলামের ছেলে মো. রবিউল হাসান (২১), একই গ্রামের সোলায়মান হোসেনের দুই ছেলে মো. ফেরদৌস আলী (২৭) ও মো. রাসেল রানা (২৩), বিল চতল গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে মো. রায়হান কবির (২৮), মাইজবাড়ি গ্রামের মো. হাছেন আলীর ছেলে মো. সুইট রেজা (২৬) এবং একই গ্রামের মৃত ইব্রাহিম হোসেনের ছেলে মো. ইলিয়াস উদ্দিন (৩৬)।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব কমান্ডার উল্লেখ করেন, একটি সংঘবদ্ধ চক্র অনলাইনের মাধ্যমে অবৈধ ঘোষিত বিভিন্ন প্রকার ভার্চুয়াল বেটিং/জুয়ার সাইট ক্যাসিনো (যেমন 1xbet, melbet, bet365, betWinner, linebet Ges movcash 1xbet) পরিচালনা করে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে কাজীপুর উপজেলার গোদাগাড়ী গাড়াবেড় গ্রামের রবিউল হাসানের বাড়িতে অভিযান চালানো হয়।
এ সময় সেখান থেকে বাংলাদেশে অনুমোদনবিহীন অবৈধ বিভিন্ন প্রকার ভার্চুয়াল বেটিং/জুয়ার সাইট ক্যাসিনো জুয়ারি চক্রের এজেন্টসহ ছয়জনকে আটক করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি আরও জানান, এসব সাইট পরিচালনার জন্য দেশের স্বনামধন্য মোবাইল ব্যাংকিং ব্যবহার করে অবৈধভাবে লেনদেন করা হচ্ছিল।
এছাড়াও অনলাইনে দীর্ঘদিন ধরে অনুনোমোদিত e-transaction ব্যবসা করে বিভিন্ন ব্যক্তিকে এই অনলাইনে ডলারের মাধ্যমে জুয়া খেলার জন্য আসক্ত করা হতো। অনলাইনে বিভিন্ন বেটিং/জুয়া সাইটের মাধ্যমে ভার্চুয়াল কারেন্সি সরবরাহ করা হতো। ধারণা করা হচ্ছে প্রতি মাসে এই চক্র কোটি কোটি টাকা বিদেশে পাচার করে আসছিল।