সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মামলার হুমকি

শাহজাহান ইসলাম লেলিন, কিশোরগঞ্জ (নীলফামারী)

প্রকাশিত: ৩১ অগাস্ট ২০২৩, ০১:৩৮ পিএম


সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মামলার হুমকি

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এক মুক্তিযোদ্ধার ভাতা উত্তোলন করেন দু'জন শিরোনামে সংবাদ সারাবেলায় সংবাদ প্রকাশের পর নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা প্রতিনিধিকে মুঠোফোনে মামলার হুমকি দিয়েছে। 

জানা যায়, একই সংবাদ জাতীয় নয়া দিগন্ত, ইত্তেফাক, সংবাদ সারাবেলা পত্রিকায় গত ৩০ আগষ্ট প্রকাশিত হয়। 

এতে ক্ষু্দ্ধ হয়ে সোহেল রানা আইডি থেকে যোগাযোগ করা হয় এবং কল করে সাংবাদিকদের নামে মামলা দেওয়ার হুমকি দেয়। 

এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় জানান, অভিযোগ পেলে তদন্ত করে আইননানুগ ব্যাবস্থা নেওয়া হবে। 

প্রসঙ্গত, উপজেলায় এক শহীদ বীর মুক্তিযোদ্ধার নামে ভাতা উত্তোলন করেন দুইজন। পৃথক দুটি ব্যাংক থেকে প্রতিমাসে স্ত্রী উত্তোলন করে ২০ হাজার এবং মেয়ে উত্তোলন করেন ৩০ হাজার টাকা। 

Link copied