মনোহরদীতে স্বামীর বাড়ি থেকে স্ত্রীর মরদেহ উদ্ধার
প্রকাশিত: ২৭ অগাস্ট ২০২৩, ০১:১১ পিএম

ছবিঃ প্রতীকি
মনোহরদীতে স্বামীর বাড়ি থেকে এক প্রবাসীর স্ত্রীর মরদেহ মিলেছে। রোববার সকালে উপজেলার কালিয়াকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
মনোহরদীর গোতাশিয়া ইউনিয়নের তেলিকান্দা গ্রামের মুসলিমা (৩৬) প্রবাসী স্বামী অলির অনুপস্থিতিতে পিত্রালয়ে বসবাস করে আসছিলেন। গতকাল ডাক্তার দেখাবার কথা বলে পিত্রালয় থেকে কাচিকাটা ইউনিয়নের কালিয়াকুড়ি গ্রামের স্বামীর বাড়ি আসেন মুসলিমা।
তার মা সকালে বেশ অনেকবার তাকে ফোন করেও না পেয়ে স্বামীর বাড়ি ছুঁটে আসেন। এখানে এসে ঘরের ভেতর মেঝেতে মেয়ে মুসলিমার মরদেহ পড়ে থাকা অবস্থায় আবিস্কার করেন।
ধারণা করা হচ্ছে, মুসলিমা কোন এক সাব্বির নামের এক অসম বয়সীর সাথে প্রেমের সম্পর্কিত ঘটনায় আত্মহত্যা করে থাকতে পারেন। মুসলিমার ফেসবুক আইডিতে 'আমার মৃত্যুর জন্য সাব্বির দায়ী' মর্মে একটি পোস্টও রয়েছে বলে জানা যায়
মনোহরদী থানার ওসি ফরিদ উদ্দীন জানান, পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত করে চলেছে বলেও জানান তিনি।