মনোহরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ধরা পড়লো ভুয়া চিকিৎসক

সাইফুর নিশাদ, মনোহরদী (নরসিংদী)

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪৭ পিএম


মনোহরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ধরা পড়লো ভুয়া চিকিৎসক

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মনোহরদীতে এক ভুয়া চিকিৎসককে জেল ও জরিমানা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। চিকিৎসক না হয়েও ব্যবস্থাপত্রের মাধ্যমে রোগীকে চিকিৎসার অভিযোগে তাকে এই দণ্ড দেয়া হয়।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.রেজাউল করিম এর নেতৃত্বে মনোহরদীর চালাকচর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

চিকিৎসক না হয়েও বাজারে চেম্বার খুলে রোগীদের চিকিৎসা দেয়ার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর আলোকে মাসুদুর রহমান সরকার নামে ওই যুবককে ৩০ হাজার টাকা জরিমানা ও ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধি ডা.মোখলেসুর রহমান টিটু ও স্যানিটারী ইন্সপেক্টর মো.শাহনেওয়াজ । মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ভ্রাম্যমান আদালতে আইনশৃঙ্খলা রক্ষার্থে সহযোগিতা করেন মনোহরদী থানা পুলিশের একটি টিম।

Link copied