প্রবাসীর সহযোগিতায় আশার আলো দেখছে আসিফ

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী

প্রকাশিত: ৫ অগাস্ট ২০২৩, ০২:৪৯ পিএম


প্রবাসীর সহযোগিতায় আশার আলো দেখছে আসিফ

ছবিঃ একাত্তর পোস্ট

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

একাত্তর পোস্ট এ  'নদী নিয়ে গেছে বাড়ি-ঘর, রেখে গেছে মেধা' শিরোনামে সংবাদ প্রকাশের পর রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের স্বরূপারচক এলাকার অদম্য মেধাবী সেই শিক্ষার্থী আসিফ প্রামানিকের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন সৌদি আরব প্রবাসী মোহাম্মদ হোসাইন।

শনিবার (৫ই আগষ্ট) বিকেলে আসিফের স্কুল দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ শহিদুল ইসলাম এর হতে তার কলেজে ভর্তির প্রাথমিক খরচ হিসেবে নগদ ৫ হাজার টাকা তুলে দেয়া হয়।

আসিফ এ বছর এসএসসি পরিক্ষায় বিজ্ঞান বিভাগ হতে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়। দরিদ্র পরিবারের সন্তান আসিফের স্বপ্ন একজন চিকিৎসক হওয়া। কিন্তু হকার বাবার পক্ষে তার পড়ালেখা চালিয়ে নেয়া কষ্টকর। তাকে নিয়ে সংবাদ প্রকাশের পর নজরে আসে সৌদি প্রবাসী মোহাম্মদ হোসাইনের। এরপরই তিনি আসিফের ভর্তির ব্যবস্থা নেন।

জানা গেছে, আসিফ প্রামাণিক ও তার পরিবারের সদস্যরা বর্তমানে গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের স্বরূপারচক গ্রামে বসবাস করেন। জনৈক আলাউদ্দিন সরদারের কাছ থেকে বার্ষিক ৪ হাজার টাকায় লিজে নেয়া ৪শতাংশ জমিতে তাদের ৬ সদস্যের পরিবারের মাথা গোঁজার কোন রকম ঠাই হয়েছে। তিন বছর আগে পদ্মার প্রবল ভাঙ্গনে ভাড়িঘর বিলীন হয় আসিফদের। তখন সে অষ্টম শ্রেনীর ছাত্র ছিল। সবকিছু হারিয়ে অন্য আট-দশটা ছেলের মতো ওখানে থেমে যেতে পারত তার লেখাপড়া।

সৌদি প্রবাসী হোসাইনের বড় ভাই মোহাম্মদ সুলতান বলেন, আসিফের মতো দরিদ্র মেধাবীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ত্ব। তার মধ্যে প্রবল ইচ্ছা শক্তি রয়েছে। দরকার শুধু একটু সহযোগিতা। আমি তার জীবনের সাফল্য কামনা করি।

আসিফ জানায়, আমি এ আর্থিক সাহায্য পেয়ে আনন্দিত ও কৃতজ্ঞ। আমার স্বপ্ন বড় হয়ে একজন ভালো চিকিৎসক হব। দেশের মানুষকে সেবা করব।

দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহম্মদ সহিদুল ইসলাম বলেন, আসিফ অদম্য মেধাবী একটা ছেলে। পড়ালেখা ছাড়া বিতর্ক, কুইজ, সাধারন জ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে তার অসাধারন দক্ষতা রয়েছে। এজন্য জেলা-উপজেলার বিভিন্ন প্রতিযোগীতায় অংশ নিয়ে সে বহু পুরস্কার অর্জন করেছে। গত ৫ বছর তাকে সম্ভাব্য সকল ধরণের সহযোগীতা দিয়ে পাশে থাকার চেষ্টা করেছি। সৌদি প্রবাসী মোহাম্মদ হোসাইন আসিফের পাশে দাড়িয়েছে। আমি তাকে ধন্যবাদ জানাই। আসিফের মতো মেধাবীর স্বপ্ন পূরনে সরকার ও বিত্তবানদের সহযোগিতা কামনা করছি।

Link copied