বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া গরীব মেধাবী শিক্ষার্থীদের চেক বিতরণ

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৩, ০১:২০ পিএম


বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া গরীব মেধাবী শিক্ষার্থীদের চেক বিতরণ

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁও জেলা পরিষদের ২০২৩-২০২৪ইং অর্থ বছরের রাজস্ব অর্থে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাওয়া গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে এককালীন আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

২১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকালে জেলা পরিষদ সভাকক্ষে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও জেলা পরিষদের আয়োজনে চেক বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রামকৃষ্ণ বর্মনের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহ: সাদেক কুরাইশী।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদের সদস্য দেবাশীষ দত্ত সমীর, সংরক্ষিত আসনের সদস্য আফসানা আখতার, মোছা: সাবিনা ইয়াসমিন, সদস্য আনিসুজ্জামান, জেলা পরিষদের হিসাব রক্ষক দিলিপ কুমার রায় প্রমুখ।

এ সময় জেলা পরিষদের ২০২৩-২০২৪ইং অর্থ বছরের বরাদ্দকৃত জেলার বিভিন্ন মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগপ্রাপ্ত ৪১ জন শিক্ষার্থীর মাঝে আর্থিক সহায়তার চেক তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়াও একজন অসহায় পরিবারের সদস্যদের মাঝে একটি হুইল চেয়ার বিতরণ করা হয়।

উল্লেখ্য যে, যারা বিভিন্ন মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং, বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন তাদের মাঝে এই এককালীন আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে চেক গ্রহণকারী শিক্ষার্থী তাদের অভিভাবক, জেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Link copied