উজিরপুরে আগুন নিভাতে গিয়ে মুক্তিযোদ্ধা সহ আহত ৩
প্রকাশিত: ১৩ মে ২০২৩, ১২:১৩ পিএম

ছবিঃ একাত্তর পোস্ট
বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহার গ্রামে বীর মুক্তিযোদ্ধা শাজাহান জমাদ্দার এর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুনে পুড়ে ৩টি গরু নিহত, আহত আরও ৩টি। এদিকে আগুন নিভাতে গিয়ে মুক্তিযোদ্ধা সহ আহত তিনজন।
স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১ঃ৩০ মিনিটে অজ্ঞাত কারণে খড়ের গাধার অগ্নিকাণ্ডের সূত্রপাত শুরু হয়ে গোয়াল ঘরে ছড়িয়ে পড়লে ঘটনাস্থলেই দুটি বৃহৎ আকারে গাভী পুড়ে মারা যায়।
একই সাথে দুটি খড়ের গাধা, দুটি কাঠের ঘর পুড়ে ভশীভূত হয়ে যায়। অগ্নিকান্ডের ঘটনায় মুক্তিযোদ্ধার ভাইয়ের ছেলে মাহবুব জমাদ্দার ও তার স্ত্রী তাজলিমা বেগম সহ মুক্তিযোদ্দা মোঃ শাজাহান জমাদ্দার গুরুতর আহত হন।
আহতদের উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অগ্নিকাণ্ডে মোঃ মাহাবুব জমাদ্দারের দুইটি গরু ও শাহজাহান জমাদারের একটি গরু পুড়ে মারা যায়। এ ছাড়াও পুড়ে দগ্ধ হয় মাহবুব জমাদ্দার ২টি এবাং মুক্তিযোদ্ধা শাজাহান জমাদ্দার ১টি গরু।
উজিরপুর ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, স্থানীয় লোকজনের সহায়তায় রাত ২.০০ সময় আগুন নিয়ন্ত্রনে আসে। অগ্নিকাণ্ডে ওই পরিবারের প্রায় ৭ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে মুক্তিযোদ্ধা দাবি করেন।
উজিরপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ কামরুল হাসান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক এসআই খাইরুল আলম ও সজীব মন্ডলকে ঘটনাস্থল পাঠানো হয়েছে।