ইরাকে বিয়েতে অগ্নিকাণ্ডের ঘটনায় বেঁচে গেছেন বর-কনে দুজনই
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৮ এএম

ছবিঃ সংগৃহীত
ইরাকের নিনেভেহ প্রদেশের হামদানিয়া জেলায় একটি বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১৩ জন মানুষ নিহত হয়েছেন। প্রাথমিক অবস্থায় আশঙ্কা করা হয়েছিল, আগুনে পুড়ে মারা গেছেন বর-কনে উভয়েই। তবে তাদের আত্মীয়-স্বজনরা জানিয়েছেন, অলৌকিকভাবে তারা দুজনই বেঁচে গেছেন।
নিনেভেহ প্রদেশের হামদানিয়াহ জেলার একটি হলরুমে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে এক বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১১৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১৫০। হলরুমে কর্মরত ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
নিনেভেহ প্রদেশের ডেপুটি গভর্নর হাসান আল-আল্লাক বলেছেন, এ পর্যন্ত ১১৩ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। মঙ্গলবার রাতে স্থানীয় সময় আনুমানিক রাত ১০টা ৪৫ মিনিটে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।
ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্পর্ক ও তথ্য বিভাগের পরিচালক মেজর জেনারেল সাদ মান জানান, আরও চারজন কর্মচারীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মঙ্গলবার গভীর রাতে ইরাকের উত্তরাঞ্চলীয় নিনেভেহ প্রদেশের আল-হামদানিয়া জেলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অবশ্য ঠিক কী কারণে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, আতশবাজি ফাটানোর পরে আগুন ছড়িয়ে পড়ে।
এদিকে বিয়ের অনুষ্ঠানটি হচ্ছিল একটি বদ্ধ হলরুমে। অগ্নিকাণ্ডের ঘটনার ঠিক আগ মূহুর্তে ‘স্লো ডান্স’ করার প্রস্তুতি নিচ্ছিলেন বর-কনে। সেই স্লো ডান্সের আগে কেউ একজন আগুন দিয়ে কিছু একটি জ্বালান। এর পরপরই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন এক নারী।