চট্টগ্রামে ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার-১

শেখ সাখাওয়াত হোসেন

প্রকাশিত: ৩ মে ২০২৩, ০৯:২৫ এএম


চট্টগ্রামে ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার-১

ছবিঃ একাত্তর পোস্ট

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় গাঁজা বিক্রির অভিযোগে মুনজুরা নামে এক নারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। এ সময় তার ঘর থেকে ৩০ কেজি গাঁজা জব্দ করা হয়। বুধবার (৩ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জব্দ করা গাঁজা ফেনীর সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে দৌলতপুর গ্রামের ভাড়া বাসায় রেখে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন মাদক ব্যবসায়ী ও সেবীদের কাছে বিক্রি করে আসছিল বলে জানায় র‌্যাব।

র‌্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী থানার বড় উঠান ইউনিয়নের দৌলতপুর গ্রামের ওই বাড়িতে অভিযান চালায় র‌্যাব। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মুনজুরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে র‌্যাব সদস্যরা তাকে আট করে।

আসামির স্বীকারোক্তি মোতাবেক বাসার খাটের নিচ থেকে তিনটি প্লাস্টিকের বস্তায় ভর্তি ৩০ কেজি গাঁজা জব্দ করা হয়। তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাকে কর্ণফুলী থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব।

Link copied