চট্টগ্রামে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২৭ মার্চ ২০২৩, ০৪:৪৩ পিএম


চট্টগ্রামে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ছবিঃ প্রতীকী

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের বাঁশখালীতে পুকুরে ডুবে ফারিহা আকতার নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার গণ্ডামারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়ায় এ ঘটনা ঘটে। ফারিহা ওই এলাকার মো. আবছারের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে খেলার ফাঁকে পরিবারের লোকজনের অগোচরে বাড়ির পাশে পুকুরে পড়ে যায় ফারিহা। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে পুকুরে তল্লাশি করে ফারিহার নিথর দেহ খুঁজে পায়।

পরে তাকে উদ্ধার করে বাঁশখালীতে স্কয়ার ক্লিনিক নামে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালটির আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা আবদুল্লাহ আল রাকিব জানান, হাসপাতালে আনার আগে শিশুটির মৃত্যু হয়েছে। পেটে বেশি পানি ঢুকে তার মৃত্যু হয়।

Link copied