সাপাহারে জমকালো আয়োজনে মে দিবস পালিত
প্রকাশিত: ১ মে ২০২৩, ০৯:৩৫ এএম

ছবিঃ একাত্তর পোস্ট
"দুনিয়ার মজদুর, এক হও, এক হও" প্রতিপাদ্যের আলোকে নওগাঁর সাপাহারে যথাযথ মর্যাদায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে "মহান মে দিবস" ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৩ উপলক্ষে নওগাঁ জেলা ট্রাক ট্যাংকলড়ী ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক, ইউনিয়ন লোড পয়েন্ট -২৬৫৮ সাপাহার শাখার আয়োজনে সাপাহার নতুন বাস স্ট্যান্ড নিজস্ব কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে আবারো নিজস্ব কার্যালয়ে মিলিত হয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটির তাৎপর্য তুলে ধরে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন নওগাঁ জেলা ট্রাক, ট্যাংকলড়ী ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন লোড পয়েন্ট-২৬৫৮ সাপাহার শাখার সভাপতি আব্দুর রহমান,সাধারণ সম্পাদক মাইনুদ্দিন, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাদেকুল ইসলাম, শ্রমিক সংগঠনের উপদেষ্টা মিজানুর রহমান শাহ চৌধুরী,ও সাপাহার উপজেলা শ্রমিক ঐক্য পরিষদের নেতাকর্মী প্রমূখ।
এ সময় উক্ত সংগঠনের সদস্য সহ প্রায় ২ শতাধিক শ্রমিক উপস্থিত ছিলেন।