মা ও ছেলের গলিত মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২৩, ০৫:৩৩ পিএম


মা ও ছেলের গলিত মরদেহ উদ্ধার

ছবিঃ প্রতীকী

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরের শ্রীপুরে তালাবদ্ধ ঘর থেকে মা ও ছেলের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মৃত ২ জন হচ্ছেন রুবিনা আক্তার (২২) এবং তার ছেলে জিহাদ (৪)।

নিহত রুবিনা আক্তার (২২) ওই এলাকার সিরাজুল ইসলামের মেয়ে। তার স্বামী মুন্সীগঞ্জের বিক্রমপুর উপজেলার কুদ্দুসের ছেলে ঝুম্মন মিয়া।

ঝুম্মন মাওনা এলাকায় ভাড়া থেকে রঙ্গীলা বাজারে একটি ওয়ার্কশপে কাজ করেন। 

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী ঝুম্মনকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, মরদেহ গলিত অবস্থায় থাকায় সুরতহাল করে কোনো কিছু বোঝা যাচ্ছে না। মরদেহের পাশেই খাবারের প্যাকেট পাওয়া গেছে। ধারণা করছি, খাবারের সঙ্গে কেউ কিছু মিশিয়ে তাদেরকে হত্যা করতে পারে।

মরদেহগুলো ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান ওসি।

Link copied