ভিসানীতি খুশির খবর নয়, বরং দেশের জন্য লজ্জার: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২৬ এএম


ভিসানীতি খুশির খবর নয়, বরং দেশের জন্য লজ্জার: মির্জা ফখরুল

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত ভিসানীতি খুশির খবর নয়, বরং দেশের জন্য লজ্জার।

বুধবার (২৭ সেপ্টেম্বর) প্রেস ক্লাবে বিএনপির সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জে. (অব.) আ স ম হান্নান শাহের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘আ স ম হান্নান শাহ স্মৃতি সংসদ’ কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

যুক্তরাষ্ট্র যে ভিসা নীতি দিয়েছে তা দেশের জন্য লজ্জার এবং এর জন্য সরকার দায়ী বলে মন্তব্য করেছেন তিনি।

মির্জা ফখরুল বলেন, এ  সরকারকে সরকার বলা যায় না। আমরা বাংলাদেশের মানুষ যুদ্ধ করেছিলাম শুধু ভূখণ্ড বা ম্যাপ পাওয়া জন্য নয়। আমরা চেয়েছিলাম  একটি রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য যেখানে আমার কথা বলার অধিকার, বিভিন্ন সংগঠন করার অধিকার থাকবে।

তিনি বলেন, বিএনপিকে ভাঙার চেষ্টা করে কোনো লাভ হবে না। সরকার কোনোভাবেই বিএনপিকে দমিয়ে রাখতে পারবে না। শিগগিরই আরও অনেক সাবেক সেনা কর্মকর্তা বিএনপিতে যোগ দিচ্ছে।

তিনি আরও বলেন, এই কর্তৃত্ববাদী সরকার দেশকে জিম্মি করে রেখেছে। তাদের কথাবার্তা শুনে মনে হয় এ দেশে শুধু তারাই থাকতে পারবে। সরকারের লোকজন বলছে, ভিসানীতির ফলে বিএনপি বিপদে আছে। বিএনপি কেন বিপদে পড়বে, আসলে বিএনপির কোনো বিপদ নয় বরং আন্দোলন করতে যেয়ে আরও শক্তিশালী হয়েছে বিএনপি।

Link copied