জনগণের ওপর বিএনপির কোনো ভরসা নেই: তথ্যমন্ত্রী
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০৯ পিএম

ছবিঃ সংগৃহীত
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, জনগণের ওপর বিএনপির কোনো ভরসা নেই। ধীরে ধীরে তাদের সমাবেশ ছোট হয়ে আসছে। এজন্য ঘনঘন তারা বিদেশিদের কাছে ধরনা দেয়।
তিনি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র যেই ভিসা নীতি ঘোষণা করেছে তাতে বলা হয়েছে যারা একটি অবাধ সুষ্ঠু নির্বাচনে প্রতিপক্ষ হবে তারাই এই ভিসা নীতির মধ্যে আসবে। এখন নির্বাচনে বাধা দেওয়ার ঘোষণা দিচ্ছে বিএনপি। বিএনপি বলছে নির্বাচন প্রতিহত করবে। তাহলে কারা এই ভিসা নীতির আওতায় আসবে, প্রশ্ন রাখেন তথ্যমন্ত্রী?
শুক্রবার রাতে নগরীর নাসিরাবাদ কনভেনশন হলে নিবার্চনী এলাকা রাঙ্গুনিয়ার বিশিষ্টজনদের নিয়ে আয়োজিত সুধী সামাবেশে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচিত হওয়ার পর জনগণের এমপি হিসেবে কাজ করার চেষ্টা করেছি। সবসময় জনগণের পাশে থাকার চেষ্টা করেছি। সবসময় ভেবেছি— যখন এমপি পদে প্রার্থী ছিলাম তখন দলীয় প্রার্থী। কিন্তু যখন নির্বাচিত হয়েছি তখন সবার এমপি। আমি মনেকরি, ক্ষমতায় গেলে ক্ষমতা দেখাতে নেই। আমার বিরুদ্ধে মাইকিং করেছে, এমন ছেলেকেও চাকরি দিয়েছি।
এসময় তিনি আরো বলেন, বর্তমানে রাঙ্গুনিয়ায় কোন বাড়িতে বিদ্যুৎ নাই সেটি অনুসন্ধানের বিষয়। অথচ ২০০৯ সালের আগে আমার বাড়িতেই বিদ্যুৎ ছিল না। এখন ১০ বছরের ছেলেকে চেরাগ ও হারিকেনের কথা জিজ্ঞেস করলে সে বলতে পারবে না।