ভিসা নীতির কারণে বিএনপির বেশি ক্ষতি হবে: ওবায়দুল কাদের
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৪ পিএম

ছবিঃ সংগৃহীত
যুক্তরাষ্ট্রের দেয়া নিষেধাজ্ঞা কিংবা ভিসা নীতির কারণে বিএনপির বেশি ক্ষতি হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সম্প্রতি নতুন ভিসা নীতির আওতায় ভিসা নিষেধাজ্ঞা কার্যকর করতে শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে ভিসা নীতি নিয়ে আওয়ামী লীগের মনোবলের কোনো ঘাটতি নেই বলেও জানিয়েছেন সেতুমন্ত্রী।
শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগ আয়োজিত এক সভায় এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার পঁচে গেছে, মরে গেছে। সেই নিয়ম কেন চালু করতে হবে?
উল্লেখ্য, চিকিৎসা শেষে দেশে ফিরেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা শেষে শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টায় তিনি ঢাকায় পৌঁছান।
এর আগে শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৫৮৪ ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন।