ঝড়ের গতিতে আন্দোলন হবে: মির্জা আব্বাস
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪৯ পিএম

ছবিঃ সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আমাদের আন্দোলনের যে কর্মসূচি দেওয়া হয়েছে, সেগুলো আমরা সফল করব। আগামী দিনে আন্দোলনকে প্রচণ্ড গতিতে এগিয়ে নিয়ে যাব।
ঝড়ের গতিতে আন্দোলন হবে। সেই আন্দোলনে সরকারের পতন ঘটবে। সেই আন্দোলনে ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে আয়োজিত চিকিৎসক সমাবেশ ও মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে এই সমাবেশের আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
মির্জা আব্বাস বলেন, কেউ আমাদের কিছু দেবে না, আমাদেরকে অর্জন করতে হবে। আমাদের ভোটের অধিকার অর্জন করতে হবে। আমাদের নেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। তারেক রহমানকে ফিরিয়ে আনতে হবে। এই দেশের মানুষকে মুক্ত করতে হবে। ভোটের অধিকার ফেরত আনতে হবে।
ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের সভাপতিত্বে ও মহাসচিব ডা. মো. আব্দুস সালামের পরিচালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গণি চৌধুরী, ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. সিরাজ উদ্দীন আহমেদ, রফিকুল কবির, সিনিয়র সহ-সভাপতি ডা. এম এ সেলিম প্রমুখ।