আন্দোলন কর্মসূচি আগামী ৫ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে বিএনপি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৭ এএম


আন্দোলন কর্মসূচি আগামী ৫ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে বিএনপি

ছবিঃ প্রতীকি

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকার পতনের এক দফা দাবিতে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া আন্দোলন কর্মসূচি আগামী ৫ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে বিএনপি। এর মধ্যে ২৪ সেপ্টেম্বর সারাদেশে ও মহানগরে সমাবেশ, ৩ অক্টোবর ফরিদপুর বিভাগে রোডমার্চ, ৪ অক্টোবর ঢাকায় পেশাজীবী কনভেনশন ও ৫ অক্টোবর কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত রোডমার্চ করবে বিএনপি। 

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১২টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তি এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় এবার নতুন কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি।

এর আগে টানা ১৫ দিনব্যাপী এ কর্মসূচি ১৯ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে ৩ অক্টোবর পর্যন্ত চলার কথা ছিল। কর্মসূচির মধ্যে রোডমার্চ এবং সমাবেশ রয়েছে।

দলটির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দাবি আদায়ে আগামীতে আন্দোলন আরও জোরদার করা হবে।

নভেম্বরে সম্ভব্য নির্বাচনী তফসিল ঘোষণার আগেই বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকার গঠনে বিএনপি তাদের আন্দোলনের লক্ষ্য অর্জন করতে চায় বলে জানিয়েছে দলটির সূত্র।

Link copied