তারেক রহমান রাজনৈতিক প্রতিহিংসার শিকার: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২১ অগাস্ট ২০২৩, ০৯:১৯ এএম


তারেক রহমান রাজনৈতিক প্রতিহিংসার শিকার: মির্জা ফখরুল

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার তদন্ত সঠিক হয়নি। এ ঘটনায় তারেক রহমান কোনোভাবেই জড়িত ছিলেন না বলে জানিয়েছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তারেক রহমানর নাম এই মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। পুরোপুরি এই মামলায় সুষ্ঠু তদন্ত না করেই তড়িঘড়ি করে মামলা শেষ করা হয়েছে। আমরা বারবার বলে এসেছি এই মামলায় সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত হোক। এই ঘটনা বাংলাদেশের রাজনীতিতে একটি জঘন্য ঘটনা।

তিনি বলেন, সরকাররা জনৈতিক ও অর্থনৈতিকভাবে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। জনগণের পকেট থেকে টাকা নিয়ে উন্নয়নমূলক কাজ করে এখন নিজেদের পক্ষে সাফাই গাইছে। এ দেশের মানুষ এখন মুক্তি চায়, নিজেরা ভোট দিতে চায়।

সোমবার (২১ আগস্ট) দলটির নয়াপল্টন কার্যালয়ের যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সামনে নির্বাচনকে সামনে রেখে বিরোধীদলশূন্য করতে অবাধে গ্রেপ্তার শুরু করেছে সরকার। অতীতের মতো আবার একই কায়দায় বিএনপির সভা-সমাবেশে হামলা চালানো, অস্ত্র দিয়ে নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। 

Link copied