আদালতের রায়-আদেশ ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২২, ১০:৩৪ এএম


আদালতের রায়-আদেশ ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ

সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আদালতের রায়-আদেশ ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী

আজ ১৭ নভেম্বর ২০২২ (বৃহস্পতিবার) প্রধান বিচারপতির নির্দেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দেশের সব অধস্তন আদালতের রায় ও আদেশের অনুলিপি নির্দেশনা ও ব্যবহারবিধি অনুসরণ করে বর্ণিত ওয়েবসাইটে প্রকাশ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের প্রধান বিচারপতির অনুমোদনক্রমে দ্রুততম সময়ে, সহজে ও স্বল্প খরচে বিচারসেবা প্রদানের লক্ষ্যে অবাধ (বিচার-সংক্রান্ত) তথ্যপ্রবাহ ও বিচারপ্রক্রিয়ায় সহজ অভিগম্যতা নিশ্চিতকরণসহ টেকসই বিচার প্রতিষ্ঠার জন্য ওয়েবসাইট (http://decision.bdcourts.gov.bd) প্রস্তুত করা হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের ওয়েব-ভিত্তিক এই উদ্ভাবনের মাধ্যমে অধস্তন আদালতের রায় ও আদেশের অনুলিপি অনলাইনে প্রকাশ করার ব্যবস্থা রয়েছে।

Link copied